‘দুর্নীতিবাজদের ফাঁদ পেতে ধরা হবে’

ওয়ান নিউজঃ চলতি সালে ঘুষখোরদের কঠিন পরিণতি ভোগ করতে হবে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ফাঁদ পেতে বিভিন্ন দপ্তরের দুর্নীতিবাজদের ধরা হবে।

বুধবার তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে দুদকের ২০১৬ সালের কার্যক্রম তুলে ধরা হয়। দুদক চেয়ারম্যান দুর্নীতিবাজদের উদ্দেশে বলেন, ঘুষ গ্রহণ বন্ধ করুন, নইলে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করুন।

তিনি জানান, ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরার ঘটনায় ২০১৬ সালে ১৩টি মামলা হয়েছে। চলতি বছরে ফাঁদ পাতার বিষয়টি আরো বেগবান করা হবে। দুর্নীতিপ্রবণ দপ্তরগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হবে।

ইকবাল মাহমুদ জানান, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দুদকে বেশি অভিযোগ আসে। কিন্তু অধিকাংশ অভিযোগ দুদকের তফসিলবহির্ভূত হওয়ায় তা অনুসন্ধানের জন্য গৃহীত হয়নি।

তিনি বলেন, ২০১৬ সালে ৩৩৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৫২৮টি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুদক ২০১৬ সালে ১২ হাজার ৫৬৮টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে অনুসন্ধানের জন্য ১ হাজার ৫৪৩টি অভিযোগ গৃহীত হয়। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ৫৪৩টি অভিযোগ পাঠানো হয় ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.