দুর্দান্ত শুরু করলো টাইগার বোলার তাসকিন

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে করছে বাংলাদেশ ক্রিকেট দল। ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছে টাইগার বোলাররা। দলীয় ২ রানের মাথায় তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন লোকেশ রাহুল।

 

বৃহস্পতিবার ১০টায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস এইচডি-১ ও স্টার স্পোর্টস এইচডি-৩।

 

এই ম্যাচে টসের ব্যাপারটি দুই অধিনায়কের কাছেই ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা কিউরেটরদের বিশেষ যত্নে থাকা হায়দরাবাদের এই উইকেটটি ব্যাটিংবান্ধব কেবল প্রথম দুইদিন, এরপর ছড়ি ঘোরাবেন স্পিনাররা। সে হিসেবে টস জিতে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দল কিছুটা এগিয়েই থাকল।

 

যদিও টসের সময় বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জানান, টসভাগ্য পক্ষে থাকলে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন তিনিও।

 

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি।

 

ভারত একাদশ : মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিংকা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন আশ্বিন, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, ইশান্ত শর্মা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.