দুদক হটলাইনে ভূমি, মাদক ও পুলিশ নিয়ে বেশি অভিযোগ
ওয়ান নিউজঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০৬ হটলাইনে অভিযোগের যেন শেষ নেই। এরমধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আসছে ভূমিদখল ও অনিয়ম, মাদক ব্যবসা এবং পুলিশি হয়রানি ও ঘুষ বাণিজ্য নিয়ে।
শনিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন-১০৬ পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ সময় কমিশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইনে কর্মরত কর্মকর্তারা চেয়ারম্যানকে জানান, হটলাইনের মাধ্যমে ভূমি, মাদক, পুলিশ নিয়ে বেশি অভিযোগ আসছে। এছাড়া, পল্লীবিদ্যুৎ, শিক্ষা বিভাগ, কোচিং বাণিজ্য, স্বাস্থ্য বিভাগ, পাসপোর্ট, রেল বিভাগ, ভিজিএফ, কাবিখা, কাবিটা, ট্রাফিক পুলিশ, বিআরটিএ, নারী নির্যাতন, বাল্য বিবাহ, নিয়োগ, অবৈধ সম্পদ ইত্যাদি বিষয়ে অনেক বেশি অভিযোগ আসছে। ভুক্তভোগী অভিযোগকারীরা দুদকের কাছে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সমাধান চান।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সকল সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব নয় । তবে যে সকল অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য তা তাৎক্ষণিকভাবেই নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যেই কমিশন তিনটি বিশেষ টিম গঠন করেছে। এই টিমের সদস্যদের জন্য তিনটি গাড়ি এবং অন্যান্য আনুষঙ্গিকসহ সবকিছু সার্বক্ষণিকভাবে প্রস্তত রাখা হয়েছে। কমিশনের তফসিলভুক্ত যে কোনো অপরাধের জন্য এই সকল টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালাবে।
দুদক চেয়ারম্যান বলেন, আমরা সম্মিলিতভাবে জনগণকে সাথে নিয়ে জনগণের আকাঙক্ষা অনুযায়ী দুর্নীতি প্রতিরোধে কাজ করতে চাই। এক্ষেত্রে হট লাইন ১০৬ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই অভিযোগ কেন্দ্রের ১০৬ নম্বরে যে সকল কর্মকর্তা কাজ করছেন তারা জনগণের প্রত্যক্ষ সেবায় নিয়োজিত রয়েছেন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কোনো অভিযোগকারীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কেউ খারাপ আচরণ করলেও, আপনারা কেউ খারাপ ব্যবহার করবেন না। বিনয়ের সাথে কথা বলবেন। শুনবেন বেশি, বলবেন কম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.