দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার
ওয়ান নিউজঃ টেকনাফের একটি মৎস্য ঘের থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ছয় কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি সদস্যরা। উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় রোববার ভোরে অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, স্থানীয় গফুরের প্রজেক্ট নামে একটি মৎস্য ঘেরে পাচারকারীরা ইয়াবার বড় একটি চালান মজুদ করেছে—এমন খবরে বিজিবির সদস্যরা ভোরে সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাছের ঘেরের পাশে একটি ছোট বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা খুলে পলিথিন মোড়ানো কয়েকটি প্যাকেট থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.