দি টুডে নিউজ (টিটিএন) এর এর আয়োজনে দুই মাস ব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ শুরু হয়েছে।বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মিলনায়তন এ সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার কো- অর্ডিনেটর সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপুর ও দি টুডে নিউজ (টিটিএন) এর প্রধান সম্পাদক ও বিটিভি জেলা প্রতিনিধি সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল উপস্থাপনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কক্সবাজার সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
প্রধান অতিথি সমসাময়িক সাংবাদিকতা ও সাংবাদিকতার চরিত্র ও বৈশিষ্ট নিয়ে দীর্ঘ এক ঘন্টা আলোচনা করেন।এবং সাংবাদিকতার সৃজনশীলতা ও প্রগতিশীল চিন্তা ও চেতনা থাকতে হবে।এবং কারো বিরোধিতা করার জন্য অপপ্রচার চালানো যাবে না সংবাদ মাধ্যম এর মাধ্যমে। উক্ত প্রশিক্ষণ ও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহজাহান আলী, এ্যাডভোকেট আয়াছুর রহমান,জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি জসিমউদদীন, সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, দৈনিক কক্সবাজার পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলাম। দ্বিতীয় পর্বে আলোচনা করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস রানা।কর্মশালায় ৪৫ জন কক্সবাজার এর বিশ্ববিদ্যালয় ও কলেজ এর ছাত্র ছাত্রী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.