দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৩/২
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ শ্রীলঙ্কার করা ৪৯৪ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। ব্যাট হাতে লঙ্কান বোলারদের দারুণ জবাব দিচ্ছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। একটা সময় কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১৮ রান। এরপর দ্রুতই দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা। দলীয় ১১৮ রানে তামিম আর স্কোরে নয় রান যোগ হতে বিদায় নেন মমিনুল ইসলাম। সৌম্য সরকার ৬১ ও মুশফিক এখনো কোনো রান করতে পারেননি।
গলের মরা পিচে এরপর অসাধারণ খেলছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। শ্রীলঙ্কার বোলারদের আর কোনো সুযোগ দেননি দুই বাংলাদেশি ওপেনার। তবে ৩৬তম ওভারে এসে ভুল করে বসলেন তামিম। লেগ সাইডে পিচ করা সান্দাকানের বলটা খেলতে চেয়েছিলেন তবে ব্যাটে লাগাতে পারেননি তামিম। বল গিয়ে জমা হয় ডিকওয়েল্লার গ্লাভসে।
কী ভেবে তামিম যেন দৌড়াতে শুরু করলেন অথচ বল তখনো উইকেটরক্ষকের হাতে। নিমেষেই উইকেট ভেঙে দিলেন ডিকওয়েল্লা। তামিম যতক্ষণে বুঝতে পেরেছেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এর সঙ্গে ভেঙে গেল ১১৮ রানের উদ্বোধনী জুটিটা। আউট হওয়ার আগে ৬ চারে ১১২ বলে ৫৭ রান করেন তামিম।
উইকেটে এসে বিশ্বস্ততার সঙ্গে ব্যাট করছিলেন মমিনুল হক। তবে দিলরুয়ান পেরেরার আপাত নিরীহ অফ স্পিনটা আঘাত হানে মমিনুলের প্যাডে। বোলারের আবেদনে সাড়া দিতে দেরি করেননি আম্পায়ার। দলের রান তখন ১২৭।
এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেই শ্রীলঙ্কা দলকে গুটিয়ে দিয়েছেন মিরাজ-মুস্তাফিজরা। প্রথম ইনিংস শেষে লঙ্কানদের সংগ্রহ ৪৯৪ রান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.