দিগন্তের আলো ফাউন্ডেশন এই নাম দিয়ে শুরু হয় দুই জনের হাত ধরে সেহেলী খান রত্না ও আশ্রাফ আলীম আশরাক । দিগন্তের অবস্থান 2018 সালের জানুয়ারি মাসে আমাদের কার্যক্রম শুরু করে আমাদের নজর পড়ে বাংলাদেশের দুস্থ মানুষের কষ্টগুলো তাই আমরা বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় তার মধ্য দিয়ে খুঁজতে থাকি অসহায় পাশে থাকার মত ব্যক্তিদের যাদের মাধ্যমে ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশের কার্যক্রম আর তার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন এলাকায় জেলায় ত্রাণ এর কাজ শুরু হয় ব্লাড ডোনেশন, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র প্রদান, পানির কল, শিক্ষাবৃত্তি, সেনেটারী, বয়স্ক ভাতা, এতিম শিশুদের সহযোগিতা করা, এবং দুর্যোগ ময় অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, আর সৌদি আরবের জেদ্দায় দাওয়াতি কাজ শুরু করেন বিজয় মেলার মধ্য দিয়েবিজয় মেলা শুভ উদ্বোধন:২১ এ ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল চারটায় বিজয় মেলার উদ্বোধন করেন জনাব আশ্রাফ আলীম (আশরাক) নির্বাহী পরিচালক এবং চেয়ারম্যান সেহেলী খান রত্না ভিডিও ফুটেজ এর মধ্য দিয়ে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, কাজী সালাউদ্দিন কন্সুলার শিক্ষা ও শ্রম এবং প্রথম সচিব জেদ্দা কনসাল জেনারেল সৌদি আরাবিয়া , বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব দিপু আলম ও গ্যাস উদ্দিন এবং বাংলা টিভি বার্তা প্রধান রনক হাসান , সভাপতিত্ব করেন দিগন্তের আলো ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব আশ্রাফ আলীম (আশরাফ)।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
এবং উপস্থিত ছিলেন দিগন্তের আলো ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা জনাব নূর মোহাম্মদ নূর এবং এম ওয়াই আলাউদ্দিন সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব ফরাদ রহমান ম্যানেজিং ডাইরেক্টর, উপস্থাপনায় ছিলেন জনাব মামুনুল হক (মামুন) ত্রাণ ও ক্রীড়া পরিচালক এবং এবিএস রাব্বি সদস্য নির্বাহী বিভাগ ক্যামেরা ও মিডিয়া সাপোর্টে ছিলেন জনাব জসিম উদ্দিন পরিচালক মিডিয়া এবং ওয়েব সহযোগিতায় ছিলেন জনাব বাহার উদ্দিন বকুল (মিডিয়া গ্রুপ লিডার) দিগন্তের আলো ফাউন্ডেশন, অন্যান্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আব্দুস সাত্তার পরিচালক আন্তর্জাতিক বিভাগ এবং কোষাধ্যক্ষ সৌদি আরবিয়া এবং উপস্থিত ছিলেন দিগন্তের আলো ফাউন্ডেশনের সদস্য জনাবা শাহানুর বেগম এবং পরিচালনায় পিঠা উৎসব ও শিউলির ভাবী আবুল খায়ের জনাব আজিজুর রহমান মিলন এবং আসাদ ও ড্যান্স মাষ্টার লাভলু কালা, মিয়া মোহাম্মদ মহসীন মিয়া।
এবং আরব মিডিয়া টিম ও বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত : এম ওয়াই আলাউদ্দিন চ্যানেল আই, মাসুদ সেলিম এন্ড টিভি প্রতিনিধি জেদ্দা, বাহার উদ্দিন বকুল এসএ টিভি জেদ্দা প্রতিনিধি, হানিফ সরকার উজ্জ্বল হানিফ সরকার উজ্জ্বল আর টিভি প্রতিনিধি, সাজেদুল ইসলাম এটিএন বাংলা মক্কা প্রতিনিধি, রঞ্জু আহ্মেদ ডিবিসি জেদ্দা প্রতিনিধি, আল মামুন শিপন সময় টিভি জেদ্দা প্রতিনিধি, কাউসার আব্দুস সালাম এশিয়ান টিভিতে প্রতিনিধি, সাইফুল ইসলাম রাজিব বাংলা টিভি জেদ্দা প্রতিনিধি, জসিম উদ্দিন ও আব্দুস সাত্তার সাহারা টেলিভিশন জেদ্দা প্রতিনিধি ।এবং সার্বিক সহযোগিতায় অনলাইনে ছিলেন এস কে শরিফ সালেহীন প্রতিনিধি সাহারা টেলিভিশন ।
এরপর প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণী করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জনাব আশ্রাফ আলীম নির্বাহী পরিচালক দিগন্ত আলো ফাউন্ডেশন। জেদ্দা সৌদি আরবিয়া ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.