দানবের হাত থেকে জাতি মুক্তি: ফখরুল

ওয়ান নিউজঃ আল্লাহর রহমতে দানবের হাত থেকে জাতি মুক্তি পেলো বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ আগস্ট) বঙ্গভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেইসঙ্গে গত কিছুদিনে যত রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে তাদেরও মুক্তি দিতে হবে।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে।

তিনি তারেক রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে জানিয়ে বলেন, আমাদের নেতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.