দাওরায়ে হাদিস পেল স্নাতকোত্তর মর্যাদা
ওয়ান নিউজ ডেক্সঃ কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর (মাস্টার্স) সমমান ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে মঙ্গলবার রাতে আলেমদের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন তিনি।
শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা একটি আরবি বিশ্ববিদ্যালয় করেছি। যাতে এর মাধ্যমে কওমি মাদ্রাসার স্বীকৃতি হতে পারে। অনেক সমস্যাই এখন থাকতে পারে এখানে। কিন্তু ধীরে ধীরে আমরা এগুলো আলোচনার মাধ্যমে দূর করবো।’
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে তিন শতাধিক আলেম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান।
দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর মর্যাদা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.