দক্ষিণ আফ্রিকাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ

নেজাম উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ।

এ দিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশের দলপতি রুমানা আহমেদ। ৪৯ ওভারে ১৩৬ রান তুলতেই অলআউট হয় তারা।

বাংলাদেশের ওপেনার শারমীন সুলতানা এবং শারমীন আখতার ৪২ রানের জুটি গড়েন। জাতীয় দলের জার্সি গায়ে অভিষিক্ত শারমীন সুলতানা ২১ এবং শারমীন আখতার ১৭ রানে মাঠ ত্যাগ করেন। তিন নম্বরে নামা সানজিদা ইসলাম সাজঘরে ফেরেন ১৬ রান করে। দলপতি রুমানার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৮ রান।

অপরদিকে উইকেটরক্ষক নিগার সুলতানার ব্যাটে ভর করে রান ওঠে ২১। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

জবাবে, টাইগ্রেসদের দুর্দান্ত বোলিংয়ে ৩১.২ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। ওপেনার লিজেল লি উল্লেখযোগ্য ৪৬ রান করেন। দলপতি ভ্যান নিকার্ক অপরাজিত থাকেন ৪২ রানে। এছাড়া আর কোনও প্রোটিয়া ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে খাদিজাতুল কুবরা ১০ ওভারে ৩৩ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.