থানা ঘেরাও ২ ঘন্টা অবরোধ কর্নফুলীতে ব্রিজঘাটের সিডিএ মাঠ দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষ আহত ৫
নিজস্ব প্রতিবেদক, পটিয়াঃ কর্নফুলী খোয়াজনগরে অবস্থিত সিডিএ মাঠ দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতরাত ৯টার সময়। আহতরা হলেন চরপাথরঘাটার ইসমাঈল,আবুল,সাজ্জাদ,খুইসশা, ইছানগরের রুবেল সহ অনেকে। গত ২৫শে ফেব্রুআরি শনিবার বিকাল ৫টার দিকে ব্রিজঘাটের সিডিএ মাঠ দখল নিয়ে থানা যুবলীগের নির্বাহী সদস্য মোবারক গ্রুপের সঙ্গে কর্নফুলী থানা আওয়ামী লীগের সাঃসম্পাদক হায়দার আলী রনি সমর্থিত গ্রুপের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপস্থিত প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ খোয়াজনগরের সিডিএ মাঠ দখল করে কয়েকটি সিন্ডিকেট বিনা অনুমতিতে কয়লা মজুদ ও পাথর ব্যবসা করে আসছিলো। এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তর্কবিতর্ক হয় স্থানীয় কয়েকটি গ্রুপের মধ্যে। প্রতিটি গ্রুপেই চট্রগ্রাম উন্নয়ন কতৃপক্ষ(সিডিএ) এর খোলা জায়গা দখল করে লাখ লাখ টাকার ব্যবসা হাতিয়ে নিতে তৎপর বলে স্থানীয়ারা জানান। এলাকার সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে। এ বিষয়ে স্থানীয় সাংসদ ও বর্তমান ভূমি প্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ দুই পক্ষকে থানায় ডেকে সুষ্ট সমাধান করার নির্দেশ দেন কর্নফুলী থানার ওসিকে। এলাকাবাসী ও থানা সুত্রে আরো জানা যায়,পরে দুই পক্ষকে ডেকে ওসি রফিকুল ইসলাম থানায় বৈঠকে বসেন। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে হাতাহাতি ও হয়। চতুর্দিকে এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের হাজার হাজার লোক থানায় জড়ো হতে থাকে। পরে পুলিশ মৃদু লাটিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এসময় হায়দার আলী রনি সর্মথিত কিছু লোকজন কর্নফুলী থানার ওসি ও সেকেন্ড অফিসারের বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা যায় বলে জানান অনেকে। থানা আঃলীগের সাঃসম্পাদক হায়দার আলী রনি ও যুবলীগ নেতা মোবারকের লোকজনের মধ্যে সিডিএ মাঠ দখলের বিভিন্ন কাগজপত্র এ দেখানো হয় বলে জানান বৈঠকের এক সদস্য। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে এলোপাতারি হাতাহাতিতে পুলিশের লাঠি পিটায় এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করলেও বিষয়টি সমাধা হয়ে গেছে দাবি করেন তিনি। এ বিষয়ে কর্নফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্থানীয় দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়েছিলো। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানান তিনি। অন্য আরেকটি প্রশ্নে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে ও জানান তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.