তোফায়েল আহমেদকে দেখতে গেলেন ট্যুর অপারেটরস ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদকঃ
হাসপাতালে চিকিৎসাধীন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি তোফায়েল আহমেদকে দেখতে গেলেন পর্যটন নিয়ে কাজ করা আরেক সংগঠন ট্যুর অপারেটরস ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) নেতৃবৃন্দ।

সংগঠনটির সভাপতি মোঃ রেজাউল করিম রেজার নেতৃত্ব একটি টীম রবিবার (১১অক্টোবর) সন্ধ্যায় ফুয়াদ আল খতিব হাসপাতালে যান।

সেখানে চিকিৎসাধীন তোফায়েল আহমেদের শারীরিক খোঁজখবর নেন এবং তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এছাড়াও দুই সংগঠনের নেতৃবৃন্দ ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ মনোভাবে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলাপ করেন।

বিশেষ করে সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন নিষিদ্ধের সিদ্ধান্তের ব্যাপারে তারা খোলামেলা আলোচনা করেন।

পর্যটনশিল্প বাঁচাতে প্রয়োজনে তারা সম্মিলিতভাবে সমন্বিত আন্দোলনের কথাও ভাবছেন।

এ সময় তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন টুয়াকের সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা আশেকসহ উভয় টুয়াকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তোফায়েল আহমেদ। এরপরে তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির পথে।

পুর্ণ সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন টুয়াক সভাপতি তোফায়েল আহমেদ।
 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.