তুরস্কে ভূমিধসে হতাহতদের স্মরণে হামীম মফিজ ফাউন্ডেশনের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
তুরস্কে ভূমিধসে হতাহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে কক্সবাজারের অন্যতম সমাজসেবামূলক সংস্থা হামীম মফিজ ফাউন্ডেশন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মুজাহারিয়া মাজার এতিমখানায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ আবছার হোসেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সদস্য সচিব রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, হাফেজ সাজ্জাদ করিম, মোঃ সেলিম মোল্লা, আলাউদ্দিন, মোহাম্মদ রাসেল, সাত্তার আহমদসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কালের স্মরণীয় ভয়াবহ ভূমি ধসে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.