তিনশো পেরিয়ে শেষ হল বাংলাদেশের ইনিংস
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ চট্টগ্রাম টেস্টে তিনশো পেরিয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস । মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় আর শেষ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩০৫ রানে । জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৫ রান নিয়ে লাঞ্চে গেছে অজিরা ।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিল ৫ উইকেটে ২৫৩ রান । কিন্তু মাত্র ৫২ রান তুলেই আজ টাইগাররা হারিয়েছে বাকি পাঁচ উইকেট ।
আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম মাত্র ছয় রান যোগ করেই বিদায় নেন । আগের দিন পাঁচ উইকেট নেয়া নাথান লিয়ন বাংলাদেশের অধিনায়ককে বোল্ড করেন ৬৮ রানে ।
আগের দিনের ১৯ রানে অপরাজিত থাকা নাসির হোসেন আজ গেছেন ৪৫ রান অবধি । নাসিরকে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের ক্যাচ বানিয়ে বিদায় করেছেন এগার ।
মেহেদি হাসান মিরাজ করেছেন ১১ রান । ডেভিড ওয়ার্নারের কৃতিত্বে তিনি রান আউট হন ।
তাইজুলকেও স্মিথের ক্যাচ বানিয়ে ৯ রানে বিদায় করেন লিয়ন ।
মোস্তাফিজ শেষ ব্যাটসম্যান হিসেবে কোন রান না করেই অপরাজিত থাকেন ।
অজিদের হয়ে সেরা বোলিং করেছেন নাথান লিয়ন । তিনি নিয়েছেন কাই সাত উইকেট । এক ইনিংসে লিয়নের এটাই ক্যারিয়ার সেরা বোলিং । দুই উইকেট পেয়েছেন এগার ।
এদিকে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমেই ওপেনার ম্যাট রেনশকে হারিয়েছে অস্ট্রেলিয়া । তিনি ৪ রানে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দেন মুস্তাফিজের বলে ।
এই মুহূর্তে উইকেটে আছে ডেভিড ওয়ার্নার ২ রানে । আর অধিনায়ক স্মিথ ৮ রানে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.