তাহসান-মিথিলার ঘরও ভাঙল
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ আরেকটি তারকা জুটির পতন ঘটল। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান ঘর ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিনেত্রী মিথিলার সঙ্গে যৌথ বিবৃতিতে জানান, তাদের আনুষ্ঠানিক ডিভোর্স হতে যাচ্ছে। তারা বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, আমাদের দুজনকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দিতে হচ্ছে।’
তাহসান-মিথিলা বলেন, ‘বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।’
তারা আরো বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, এটা আপনাদের খুব খারাপ লাগবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। আমরা আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।’
আরো জানান, একসঙ্গে সন্তানের দেখাশোনা করবেন তারা। এ পরিস্থিতিতে সবার সহযোগিতা চেয়েছেন তাহসান-মিথিলা।
২০০৪ সালে তাহসান-মিথিলার প্রেম হয়। ২০০৬ সালের ৩ আগস্ট তারা বিয়ে করেন। তাদের রয়েছে কন্যা সন্তান আয়রা তাহরিম খান।
অবশ্য আগেই গুঞ্জন ছিল বেশ কয়েক মাস তাহসান ও মিথিলা একসঙ্গে থাকছেন না। তবে ক্যারিয়ারের কথা চিন্তা করে দু’জনই বিষয়টি নিয়ে চুপ ছিলেন।
এদিকে সম্প্রতি বিচ্ছেদের সিদ্ধান্ত খোলাসা করেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নিলয়-শখ। কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। এরপরই এলো তাহসান-মিথিলার আনুষ্ঠানিক ঘোষণা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.