তামিমের দুর্দান্ত দেড় শতক

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে চোখধাঁধানো শতক হাঁকিয়েছেন তামিম ইকবাল। বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করেন তিনি। এরপর দলে যোগ করেন আরো ৫৭ রান। তার ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়েছে মোহামেডান।

৫০ ওভারে তামিমের দেড় শতকে দলের সংগ্রহ ৩০৭ রান। ১২৫ বলে ১৮ বাউন্ডারি ও ৭ ছক্কায় ১৫৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন এই ড্যাশিং ওপেনার।

সকালে টস জিতে ব্যাট করতে নামে মোহামেডান। ৭৩ রানের জুটি গড়ে তামিম ইকবাল ও শামসুর রহমান। ১৫.৪ ওভারে এ জুটির ভাঙন ধরান মোক্তার আলী। ৩৮ রান শামসুর রহমানকে ফেরান তিনি।

এরপর ক্রিজে আসেন রনি। জুটি বাধেন তামিমের সাথে। দলীয় ১৩০ রানে এই জুটির ভাঙন ধরে। তবে ক্রিজে তাণ্ডব চালিয়ে যান তামিম।

৪২ ওভারে মোক্তার আলীর বলে মাঠ ছাড়েন তিনি। ততক্ষণে দেড়শতকে পৌঁছে যান। বাকিটুকু টেনে নেন মেহেদী হাসান মিরাজ (২১) ও কামরুল ইসলাম রাব্বি (২২)।

বিরতির পর মাঠে নামবে কলাবাগান ক্রীড়া চক্র। ৩০৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামবে তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.