তাপসের প্রশংসায় সানি লিওন

ওয়ান নিউজ বিনোদন ডেক্স: ‘গানটি বেশ মজার ও সুন্দর। এতে আমরা আমাদের সেরাটাই তুলে ধরার চেষ্টা করেছি। তাপস খুবই প্রফেশনাল একজন শিল্পী। মিউজিককে তিনি দারুণভাবে ধারণ করেন। তিনি জানেন, কোনটি শুনতে ভালো লাগবে। সৃজনশীলতার প্রয়োজনে কোন বিষয়টিকে বেছে নিতে হবে, তাও বেশ ভালো বোঝেন। তাই আমাদের কাজের অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল।’ বললেন সানি লিওন।

বাংলাদেশের কৌশিক হোসেন তাপসের সঙ্গে একই মিউজিক ভিডিওতে কাজ করেছেন বলিউডের এ সময়ের আলোচিত তারকা সানি লিওন। গানটির শিরোনাম ‘লাভলি অ্যাকসিডেন্ট’। গেয়েছেন তাপস ও হারজত কৌর। গানের কথা লিখেছেন শ্লোকে লাল। জ্যাম এইটের জন্য যৌথভাবে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কৌশিক-আকাশ-গুড্ডু (কেএজি)। গতকাল সোমবার মুম্বাইয়ে রাত আটটায় জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেল মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ইউটিউবে তা দেখা হয়েছে ৪ লাখ ৭৩ হাজারবার।

‘লাভলি অ্যাকসিডেন্ট’ মিউজিক ভিডিওর দৃশ্যে সানি লিওন‘লাভলি অ্যাকসিডেন্ট’ মিউজিক ভিডিওর দৃশ্যে সানি লিওন

‘লাভলি অ্যাকসিডেন্ট’ মিউজিক ভিডিওতে সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস অংশ নিয়েছেন। আর তাঁর সঙ্গে আছেন বলিউডের সেনসেশন সানি লিওন। আরও আছেন অর্ধশতাধিক নৃত্যশিল্পী। ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বিষ্ণু দেবা। পরিচালনা করেছেন সানি রজনী।

কয়েক দিন আগেই জানা গেছে, ভারতের সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট কৌশিক হোসেন তাপসকে নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করেছে। এর শিরোনাম ‘লাভলি অ্যাকসিডেন্ট’। এই গানে সানি লিওন শুধু একজন মডেলই নন, তিনি ভিডিওটির প্রযোজকও। সানি আর তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের প্রযোজনা প্রতিষ্ঠান পুরো প্রকল্পের প্রযোজনা করেছে। ড্যানিয়েল ওয়েবারের এটি প্রথম হিন্দি মিউজিক ভিডিও। তাই ‘লাভলি অ্যাকসিডেন্ট’-এর প্রতিটি অংশের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল ড্যানিয়েলের। তিনি বলেন, ‘আমি তাপসের গান বাংলা চ্যানেলের “উইন্ড অব চেঞ্জ” অনুষ্ঠানটির নিয়মিত দর্শক। আমার খুব পছন্দের অনুষ্ঠান এটি। তাঁর সঙ্গে এবার কাজ করতে পেরে খুব ভালো লাগছে।’

‘লাভলি অ্যাকসিডেন্ট’ মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন সানি লিওন ও কৌশিক হোসেন তাপস‘লাভলি অ্যাকসিডেন্ট’ মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন সানি লিওন ও কৌশিক হোসেন তাপস

ড্যানিয়েল ওয়েবার বলেন, ‘তাপসকে নিয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত। তার মতো মেধাবী শিল্পীকে নিয়ে কাজ করা সত্যি আনন্দের। একই সঙ্গে বলিউড সেনসেশন সানি লিওনকে এই মিউজিক ভিডিওতে যুক্ত করতে পেরে আমি আরও উচ্ছ্বসিত। আমি বিশ্বাস করি, তাপস আর সানি লিওনের এই ব্যতিক্রমী পারফরমেন্স সবার ধারণা বদলে দেবে।’

কৌশিক হোসেন তাপস বলেন, তিনি ড্যানিয়েল ওয়েবারের আমন্ত্রণ পেয়ে আনন্দিত। বিশেষ করে সানি লিওনের সঙ্গে যৌথভাবে কাজটি করতে পেরে তাঁর আরও ভালো লাগছে। গানের শুটিং শেষ করে মুম্বাই থেকে ঢাকায় ফিরে সম্প্রতি তিনি বলেন, ‘গান গাইতে গিয়ে আমার কোনো জড়তা হয়নি। প্রথমে ভাবছিলাম কীভাবে হবে কাজটা, হয়তো বেশ কয়েকবার মহড়া করা লাগবে। কিন্তু যখন কণ্ঠ দিতে গেলাম, তখন খুব সহজেই গানটা হয়ে যায়। স্টুডিওর সবাই খুব হেল্পফুল ছিল। এমনকি গানের ভিডিও শুটের সময়ও তেমন জড়তা বোধ করিনি।’

‘লাভলি অ্যাকসিডেন্ট’ মিউজিক ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.