তফসিলের আগেই ৭ দফা মেনে নেওয়ার দাবি ঐক্যফ্রন্টের

ওয়ান নিউজ ডেক্সঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত ৭ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার সিলেটের রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে বক্তারা এ দাবি জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিও দাবি করা হয় সমাবেশ থেকে।

প্রধান অতিথির বক্তৃতায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের শুনতে হয় যে, মানুষ মাঠে নেই। আজ মানুষ সাড়া দিয়ে এখানে এসেছে। তাদের বাধা দেওয়া হয়েছে। তারপরও তারা এখানে এসেছে।’

তিনি বলেন, ‘সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণ দেশের মালিক। জনগণকে সেই মালিকানা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বলতে হবে— আমরা ক্ষমতার মালিক।’

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন— একথা উল্লেখ করে ড. কামাল বলেন, ‘আমরা ৭ দফা দিয়েছি। গ্রামে-গ্রামে, থানায়-থানায়, ইউনিয়নে-ইউনিয়নে এ ইস্যুতে ঐক্য সুসংহত করতে হবে। দেশের মালিকানা যেন জনগণ ফিরে পায়। জনগণ মালিক না হলে প্রকৃত গণতন্ত্র আসে না।’

সমাবেশের প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন, সিলেটবাসী অনেক ইতিহাসের জন্ম দিয়েছে। আজ আরেকটি ইতিহাসের জন্ম হলো— গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ফিরিয়ে আনতে হবে ভোটের অধিকার। সব বন্দিদের মুক্ত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘তফসিল ঘোষণার পূর্বেই ৭ দফা মেনে নিতে হবে। বাংলাদেশকে কল্যাণধর্মী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আসুন সবাই ঐক্যবদ্ধ হই। আজকের সমাবেশে প্রমাণ হয়েছে এদেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার চায়।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.