তদন্ত কর্মকর্তার কার্যালয়ে বাবুল আক্তার
ওয়ান নিউজঃ স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার বিষয়ে আলাপ করার জন্য সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দফতরে ডাকা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টা ৪৭ মিনিটে বাবুল আক্তার মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামানের কক্ষে প্রবেশ করেন।
এনিয়ে মামলার বাদী বাবুল আক্তারের সঙ্গে দ্বিতীয় দফা কথা বলছেন তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান।
তিনি বলেন, ‘মামলার প্রয়োজনে বাবুল আক্তারকে ডাকা হয়েছে, সেজন্য তিনি এসেছেন।’
গত বছরের ৫ জুন চট্টগ্রামে জিইসি মোড়ের কাছে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদ খানম মিতু। এঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।
তবে, মিতুর বাবা মোশারফ হোসেন হত্যার ঘটনায় বাবুল আক্তার জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.