ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাত হল প্রভোস্টের পদত্যাগ

ওয়ান নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। এছাড়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সাতটি হলের প্রভোস্ট। শনিবার উপাচার্যসহ সবাই পদত্যাগ করেছেন বলে জানা যায়।

রোকেয়া হল, শামসুন্নাহার হল, বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্টরা পদত্যাগ করেছেন।

অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেটসহ বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। কয়েকবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন তিনি। মাকসুদ কামাল দায়িত্ব নেওয়ার পর চলতি বছরে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নতি হচ্ছিল। সরকার পতনের প্রেক্ষাপটে তিনি পদ থেকে সরে দাঁড়ালেন।

অধ্যাপক মাকসুদ কামাল ২০০০ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রভাষক পদে যোগ দেন। একই বিভাগে ২০১০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) বৈজ্ঞানিক কর্মকর্তার পদে প্রায় ছয় বছর কাজ করেন। মাকসুদ কামাল ভূমিকম্প ও সুনামি এবং নগর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।

অধ্যাপক মাকসুদ কামাল ১৯৮২ সালে এসএসসি ও ১৯৮৪ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে ১৯৮৮ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৪ সালে তিনি জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি (টিআইটি) থেকে ভূমিকম্পবিষয়ক প্রকৌশলে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে তাঁর ৬৫টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.