ঢাকার পথে প্রধান উপদেষ্টা

৬ষ্ঠ বিমসটেক সম্মেলন শেষে

ওয়ান নিউজঃ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন শেষে ঢাকার উদ্দেশে ব্যাংকক ত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করেন তিনি।

ব্যাংকক বিমানবন্দরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপরাই তাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান উপদেষ্টা দুই দিনের থাইল্যান্ড সফরে বিমসটেক সম্মেলনে যোগদান ছাড়াও সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন।

গত ২ থেকে ৪ এপ্রিল তিন দিনের বিমসটেক সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.