ডুলাহাজারায় ইউপি নির্বাচনে প্রার্থী ঘোষনা দেয়ায় কুপিয়ে জখম

আবদুল মজিদ, চকরিয়াঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের আসন্ন নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থীতা ঘোষনা দেয়ায় ক্ষিপ্ত হয়ে এক মেম্বার প্রার্থী বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ৩১অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাগলিরবিল ভিলেজারপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা।
অভিযোগে জানাগেছে, ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় দীর্ঘদিন বালুর ব্যবসা করে আসছেন ডুলাহাজারা নতুন পাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র আয়াত উল্লাহ (৩৭)। ব্যবসার পাশাপাশি এলাকায় সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনার কারণে জনগনের অনুরুধে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমইউপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করার ঘোষনা দেন বালু ব্যবসায়ী আয়াত উল্লাহ। কিন্তু এলাকার কিছু গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি, ডাকাত ও সন্ত্রাসীরা অপর প্রতিদ্বন্ধী প্রার্থীর পক্ষ নিয়ে বালু ব্যবসায়ী আয়াত উল্লাহর উপর হামলা চালানো হয়। হামলায় নেতৃত্ব দেন একই এলাকার মৃত সোলতান আহমদের পুত্র জসিম উদ্দিন ও মাঈন উদ্দিন, মৃত মোজাম্মেল হকের পুত্র আলি আহমদ ও নুর আহমদ, আবুল হোসেনের পুত্র সাইফুল ইসলামসহ অজ্ঞাতনামা আরো ১০/১২জনের ডাকাত-সন্ত্রাসী বাহিনী রয়েছে। ঘটনার সময় তার হাত ভেঙ্গে দিয়েছে ও পায়ের নখ উপড়ে ফেলেছে। এসময় তার কাছ থেকে মোবাইল ও ব্যবসায়ীক টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। স্থানীয়রা এগিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আয়াত উল্লাহ ঘটনার আশঙ্কা প্রকাশ করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে কোর্ট ডায়রীও করেন। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিয়েছেন বলে।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.