মোঃ নেজাম উদ্দিনঃ
আগামী ১-৫ ডিসেম্বর উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পুষ্টি কার্যক্রম সপ্তাহ পালিত হবে।
১ লাখ ৫১ হাজার ১শত ৩৪ জন রোহিঙ্গা শিশু টার্গেট করে পুষ্টি কার্যক্রম চালাবে জেলা সিভিল সার্জন অফিস। তাতে টেকনিক্যাল সাপোর্ট করছে ইউনিসেফ।
উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ৮২টি সেন্টারে দৈনিক অন্তত ২৭ হাজার শিশু ‘ভিটামিন এ’ ক্যাপসুল পাবে।
প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ১ দিন বয়স থেকে ৫৯ মাস বয়সী প্রত্যেক শিশু ১টি করে বড়ি পাবে।
পুষ্টি কার্যক্রম সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই সেন্টার প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডাঃ আবদুল মতিন সাংবাদিকদের এসব তথ্য দেন।
তিনি বলেন, প্রতিটি শিশুর মুয়াফ স্কেনিং করে পুষ্টির পরিমাণ নির্ণয় করা হবে।নির্ধারিত সেন্টারে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীসহ কাজ করবে ৮ স্বেচ্ছাসেবক।
পুষ্টি কার্যক্রম সপ্তাহ-২০১৯ সম্পর্কে বক্তব্য রাখেন ইউনিসেফের নিউট্রেশন কনসালটেন্ট ডাঃ মুহাম্মদ আবদুর রহিম।
মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন -জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক ডাঃ পিন্টু কান্তি ভট্টাচার্য, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা উচাপ্রু মার্মা, প্রধান সহকারী মোঃ রফিকুল ইসলাম, পুষ্টিবিদ মাহমুদুল হাসান তুহিন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.