ট্রাম্প ‘প্রতারক’: স্যান্ডার্স

ওয়ান নিউজ ডেক্সঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রতারক’ বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলের সিনেটর বার্নি স্যান্ডার্স।তিনি নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের অন্যতম প্রার্থী ছিলেন।

স্যান্ডার্স বলেন, `ট্রাম্প মন্ত্রিসভায় কোটিপতি ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করে তার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।’ গতকাল রোববার সিএনএন টেলিভিশন চ্যানেলকে স্যান্ডার্স এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প মূলত ওয়াল স্ট্রিটের পক্ষে কাজ করছেন।’

নির্বাচনী প্রচারণার সময় স্যান্ডার্স ব্যক্তিগতভাবে কর্পোরেট ব্যবসায়ী ও ওয়াল স্ট্রিটের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি বেছে নিয়েছিলেন। তিনি বলেন, পরিস্থিতি দেখলে হাসি চেপে রাখার উপায় নেই যে, ডোনাল্ড ট্রাম্পের চারপাশে ওয়াল স্ট্রিটের লোকজনের ভিড়। অথচ ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় ওয়াল স্ট্রিটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ওয়াল স্ট্রিটের সেইসব লোকজনকে ট্রাম্প এখন মন্ত্রিসভায় নিয়োগ দিচ্ছেন।

এ ধরনের বেশ কয়েকজনর নাম উল্লেখ করেন স্যান্ডার্স। এর মধ্যে ট্রাম্প প্রস্তাবিত অর্থমন্ত্রী স্টিভেন এমনিউচিন এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া গ্যারি কনের নাম উল্লেখ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.