ট্রাম্পকে ছাড়াই প্যারিস জলবায়ু চুক্তিতে অটল নেতারা
ওয়ান নিউজ ডেক্সঃ বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলার ক্ষেত্রে ঐক্য দেখা গেলো না এবারের জি-টোয়েন্টি সম্মেলনে। একদিকে ১৯টি সদস্য দেশ অন্যদিকে প্যারিস জলবায়ু চুক্তি বাতিল করা আমেরিকা।
হামবুর্গে যোগ দিয়েও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের অবস্থানে অটল রইলেন।
প্যারিসে জলবায়ু সম্মেলনে যেসব চুক্তি হয়েছে, সেটি রক্ষার ব্যাপারে পুনরায় প্রতিশ্রুতি দিয়েছেন জি-টোয়েন্টি সম্মেলনে অংশ নেয়া বিশ্বের শীর্ষ ১৯ রাষ্ট্রপ্রধান।
তবে এমন এক গুরুত্বপূর্ণ প্রশ্নে ঐক্যের অভাবের কারণে দুঃখ প্রকাশ করেন মেরকেল। এসময় প্যারিস চুক্তির প্রতি সমর্থনের কারণে বাকি শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মেরকেল বলেন, আমার মনে হয় এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে, আমরা ঐকমত্যে পৌঁছাতে পারেনি। তবে পার্থক্যগুলো লুকানো হয়নি, তা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছিলেন, ওয়াশিংটন প্যারিস চুক্তিতে আবারো ফিরে আসতে পারে। তবে মেরকেল সেটা মনে করেন না।
এদিকে নিয়মানুযায়ী সম্মেলনের শেষ দিনের সংবাদ সম্মেলনে অংশ না নিয়েই ওয়াশিংটন চলে গেছেন ট্রাম্প।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.