রেজাউল করিম, পেকুয়া (কক্সবাজার)
কক্সবাজারের পেকুয়ায় আসন্ন টৈটং ইউপি নির্বাচনকে গিরে জমে উঠেছে ব্যাপক প্রচার প্রচারণা। প্রচারণায় নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী এগিয়ে থাকলেও প্রচারণায় তেমন দেখা যাচ্ছে না দলের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো.শহিদুল্লাহ। তবে বরাবরের মতই নির্বাচনী মাঠে আছেন বিএনপি সমর্থীত প্রার্থী মোসলেম উদ্দিন। তবে জনমনে একটাই প্রশ্ন আদৌও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা? সবকিছু মিলিয়ে ভোটারদের একটাই দাবী সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হওয়া।
এখন পর্যন্ত প্রচার প্রচারণায় তেমন কোন গরমিল দেখা যায়নি প্রার্থীদের মধ্যে।
জানা যায়, দুই দফায় ভোট গ্রহণ স্থগিত হওয়ার পর আগামী ২০ সেপ্টেম্বর প্রথম দফায় সারাদেশের ১৬১ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনকে গিরে সমস্ত নির্বাচনী এলাকা জুড়ে বইছে নির্বাচনী হওয়া। প্রার্থীরা মেতে উঠেছে ব্যাপক প্রচার প্রচারণায়। তবে আদৌও নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে শঙ্কায় আছেন সাধারণ ভোটার ও প্রার্থীরা।
ইউপি নির্বাচন উপলক্ষে কক্সবাজারের পেকুয়ার টৈটং ইউপিতে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচারণা। টৈটং ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭জন প্রার্থী। সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আরো ৫২জন প্রার্থী। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সাথে সাথেই প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্দীপনা।
আগামী ২০ সেপ্টেম্বর টৈটং ইউপির ৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে নারী পুরুষসহ মোট ভোটার সংখ্যা রয়েছে ১৮ হাজর ৬১২জন।
দলীয় নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় আছেন জাহেদুল ইসলাম চৌধুরী। তিনি টৈটং ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি সরকারি বরাদ্দকৃত ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.শহিদুল্লাহ। তিনিও টৈটং ইউপির সাবেক চেয়ারম্যান।
চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতায় আছেন বিএনপি সমর্থীত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন।
তাছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে আছেন কফিল উদ্দিন, মটর সাইকেল প্রতীক নিয়ে নুরুল আমিন, হাতপাখা প্রতীক নিয়ে শাহাব উদ্দিন ও একমাত্র মহিলা প্রার্থী শামীমা নাসরিন সায়মা আছেন টেলিফোন প্রতীক নিয়ে।
নির্বাচনী এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা, এবারের টৈটং ইউপিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরীর সাথে চশমা প্রতীক নিয়ে বিএনপি সমর্থীত প্রার্থী মোসলেম উদ্দিনের সাথেই হবে ভোটের প্রতিদ্বন্দ্বীতা। তবে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সমর্থীত প্রার্থী মোসলেম উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হবে এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের।
নৌকা প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী হাত থেকে নৌকার মনোনয়ন পেয়েছি। ইনশাআল্লাহ টৈটং এর জনগণ আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবেন এটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি।
স্বতন্ত্র প্রার্থী মোসলেম উদ্দিন বলেন, টৈটং এর মানুষ আমাকে যথেষ্ট সমথর্ন যোগাচ্ছ। শেষ পর্যন্ত জনগণের হয়ে ভোটের মাঠে লড়াই করবো । সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ আমার জয় অবধারিত। তবে এখনো পর্যন্ত টৈটং ইউপিতে সুষ্ঠু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে জনমনে শঙ্কা কাজ করছে স্থানীয়দের মাঝে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.