টেকনাফ উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতির ইতিহাসে স্মরণীয় দিন। এই দিনে সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয় মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার হাত ধরে। শুরু হয় তলাবিহীন ঝুড়ি থেকে স্ব-নির্ভর ও আধুনিক বযঙ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির সভাপতি এড.হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ আলী মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরল আমিন চৌধুরী, সহ-সভাপতি আলী আহমদ মেম্বার, টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম, হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল সিদ্দিকী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, উত্তর শাখা বিএনপির সদস্য সচিব রফিকুল আলম চৌধুরী, টেকনাফ উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি হোসাইন মোঃ আনিম, সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এড. রশিদুল আলম চৌধুরী, উত্তর শাখা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাষ্টার জামাল হোসেন, যুগ্ম আহবায়ক ডাঃ সোহেল, আশরাফ আলী মিয়া, জেলা যুবদলের সদস্য মোক্তার হোসেন বাপ্পী, উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুতালেব,উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিফাত মুঃ জাকরিয়া, বাহারছড়া উত্তর শাখা যুবদলের আহবায়ক মোঃ সেলিম উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন শাহীন, টেকনাফ সদর যুবদলের আহবায়ক মোঃ রফিকুল আলম, হ্নীলা দক্ষি শাখা যুবদলের আহবায়ক সেলিম সর্দার, সম্পাদক মোঃ সেলিম, উত্তর শাখা যুবদলের আহবায়ক মোঃ হারুন, যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফেজ শাহনেওয়াজ, আবু হুরাইরা শামীম, মোঃ শফিক, কবির আহমদ কবির সাইদুল, দক্ষিণ শাখা যুবদলের ফরিদ, আনোয়ার, হ্নীলা দক্ষিণ যুবদলের সোনা মিয়া, ছৈয়দ নুর, টেকনাফ সদর যুবদলের ইসমাইল, হোয়াইক্যং উত্তর যুবদলের সাজ্জাদ, ছাত্রদলের বাদল, টেকনাফ সদর ছাত্রদলের রাসেল রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.