নিজস্ব প্রতিবেদক:
টেকনাফে বলাৎকারের শিকার হয়েছে ৬ বছরের এক শিশু।
এ ঘটনায় অভিযুক্ত হাসান আলি (২০) নামক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে হোয়াইক্যং বাজার থেকে তাকে আটক করা হয়েছে।
সে হোয়াইক্যং ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের আমতলী এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম।
তিনি জানিয়েছেন, ২৩ নভেম্বর রাত আটটার দিকে তার পার্শ্ববর্তী বাড়ির ৬বছরের এক শিশুকে আইসক্রিম খাওয়ার প্রলোভন দেখিয়ে বাজারে নিয়ে যায় হাসান আলি।
বাজার থেকে আজ ক্রিম কিনে দেওয়ার পর আরো মিষ্টি কিনে দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে বলাৎকার করে। বলাৎকারের শিকার শিশু বাড়িতে গিয়ে তার মা-বাবাকে ঘটনা অবহিত করে। পরে উত্তর শিশুর পিতা বাদী হয়ে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
২৪ নভেম্বর পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বলাৎকারের শিকার শিশুর পরিহিত রক্তমাখা পোশাক উদ্ধার করেন।
বুধবার দুপুর ১২ টার দিকে হোয়াইক্যং বাজার থেকে বলাৎকার কারি হাসান আলীক টেকনাফ থানা পুলিশের একটি দল আটক করে। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বিপিএম বলেন, এ বলৎকারের ঘটনাকে গুরুত্ব সহকারে দেখে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। কক্সবাজার জেলা পুলিশ সব রকমের অপরাধগুলোকে গুরুত্ব দিয়ে আমলে নিয়ে কাজ করছে।
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.