টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা ও অস্ত্র উদ্ধার, গুলিবিদ্ধসহ আটক-২

এম আর খোকনঃ
কক্সবাজারের টেকনাফে র‌্যাব পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার পিস ইয়াবা,অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ পৃথক ভাবে ২ জনকে আটক করেছে।
র‌্যাব ১৫ কক্সবাজার সুত্রে জানা যায় রবিবার(১১ জুলাই) দুপুরে টেকনাফে অভিযান চালিয়ে টেকনাফ জনৈক সাংবাদিক সোসাইটির কথিত সহ-সভাপতি হাবিবুল ইসলাম হাবিবকে ৪,৫২৫ ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৭।এ ছাড়াও ইয়াবা পাচারে পালানোর সময়ে শনিবার সন্ধ্যায় টেকনাফের আলিখালী রাস্তার মাথায় র‌্যাওবের সাথে গুলাগুলিতে গুলিবিদ্ধ অবস্থায় ১ জনকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ও ১টি অস্ত্র ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‍্যাবের সাথে গুলাগুলিতে আহত অবস্থায় আটক ব্যাক্তির নাম নুর মোহাম্মদ (৩৫) পিতা মৃত হোসাইন। তার বাড়ি হ্নীলা আলীখালী ৭নং ওয়ার্ডে বলে জানায় র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমান ২০ হাজার। র্যাবের অভিযান টের পেয়ে এ সময় আরও ২ জন পাচারকারি পালিয়ে যায়। পালানো দু”জন একজনের নাম বার্মাইয়া ভুলু ও অন্যজন বার্মাইয়া রফিক ডাকাত বলে প্রত্যক্ষদর্শী আলীখালি এলাকার বাসিন্দারা জানায়। গুলিবিদ্ধ নুর মোহাম্মদ টেকনাফের আইসিডিডিআরবি হসপিটালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় বলে র্যাব জানায়।
এই ব্যাপারে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,ইয়াবা,অস্ত্র ও বুলেটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে এবং অজ্ঞানামা পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.