শহিদ উল্লাহ, টেকনাফঃ
টেকনাফের হ্নীলা জাদিমোরা ন্যাচারপার্ক এলাকায় রোহিঙ্গা ডাকাতের গুলিতে মোঃ হোসেন (৩০) নামক সিএনজি চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক জাদিমুরা গ্রামের বাচ্চুর ছেলে।
রোহিঙ্গা ডাকাত কর্তৃক অপহরণের প্রতিবাদ করায় ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
এ ঘটনায় আয়াছ (১৯) নামের একজন আহত হয়েছে। সে রোহিঙ্গা মুজিবুল্লাহর ছেলে।
তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পারথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
এরমধ্যে মোঃ হোসেন মারা যায়। আহত আয়াছের অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ দমন এবং স্থানীয় সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.