প্রেস বিজ্ঞপ্তিঃ
টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ার আয়াজ উদ্দিনকে বিদেশী বিয়ার ও মাদকসহ আটক করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (১৫ মে) রাত সাড়ে ৯টায় কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হোয়াইক্যং নাছর পাড়া জসিম উদ্দিনের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে আয়াজ উদ্দিন (৪০) কে ১টি প্লাস্টিকের বস্তাসহ আটক করে। পরে উপস্থিত লোকজনের সম্মুখে বস্তাটি তল্লাশী চালিয়ে ১৯ক্যান ডায়াবøু বিয়ার এবং ১০ বোতল গ্র্যান্ড রয়েল মদ উদ্ধার করে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বিদেশী বিয়ার ও মদের বোতলসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.