টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফের নাফ নদীতে বিজিবির টহল দলের সঙ্গে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি একজন ইয়াবা কারবারি ছিলেন। তবে তার নাম জানা যায়নি। এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে নাফ নদীর এক নম্বর স্লুইস গেইট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে বিজিবি।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান আসতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর বিওপি এলাকার এক নম্বর স্লুইস গেইট সংলগ্ন এলাকায় স্পিডবোটে টহল জোরদার করে বিজিবি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.