আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (২১ মে) সকালে টেকনাফ মডেল থানা পুলিশ টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামি মোঃ করিম (২৮), সালেহ (৩০), আব্দুর রহমান (৪৫), জিয়াবুল হক (২৫), মোঃ একরাম (২৬), শাহ আলম (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.