টেকনাফের ডাকাত আমান উল্লাহ গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে আমান উল্লাহ (২৬) নামের ডাকাত গ্রেফতার  করেছে ১৬ এপিবিএন। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পস্থ এপিবিএন পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাকিবুল ইসলামের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত মোঃ শফির পুত্র বলে জানা গেছে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতি মামলা রয়েছে।
এদিকে ধৃত ডাকাতকে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের পর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ১৬ এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার হেমায়াতুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.