নিজস্ব প্রতিবেদকঃ
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি তোফায়েল আহম্মেদের করোনা নেগেটিভ হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রিপোর্ট প্রকাশ পায়।
এরপর তিনি বাসায় ফিরেন।
করোনার উপসর্গ নিয়ে গত শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে আটটায় ঢাকা ইসলামী হসপিটালে ভর্তি হন তোফায়েল আহম্মেদ।
এদিকে, করোনা রিপোর্ট নেগেটিভ আসার খবরে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন টুয়াক সভাপতি তোফায়েল আহম্মেদ।
তিনি বলেন, মহান আল্লাহ পাকের অশেষ দয়া ও আপনাদের সকলের অকৃত্রিম ভালোবাসায় দোয়ার বরকতে আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এ জন্য সাইফুজ্জামান শেখর এমপি, ডাক্তার মহসিন, টোয়াবের সভাপতি রাফিসহ প্রতিনিয়ত যারা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন; সুস্থতায় জন্য দোয়া করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার শুভাকাঙ্ক্ষীদের শারীরিক মানসিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.