প্রেস বিজ্ঞপ্তিঃ
চারদিকে নানা খবরের পিছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত মনকে একটু প্রশান্তি দিতে পর্যটন নগরী কক্সবাজারের সাংবাদিকদের সংগঠন অনলাইন প্রেসক্লাব কক্সবাজারের আনন্দ ভ্রমন ও বার্ষিক সভা সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি টুয়াক নীলাদ্রী লেকে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
এই আয়োজনে অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ নেজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি ফজলুল কাদের চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ,দৈনিক সমুদ্রকন্ঠ সম্পাদক ও সিটি কলেজের সহকারী অধ্যাপক মঈনুল হাসান পলাশ,বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন,হোটেল আইলেন্ডিয়া ও কুটুমবাড়ির স্বত্বাধিকারী নুরুল কবির পাশা, দৈনিক মানবকন্ঠের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আব্দুর রশিদ।
অনলাইন প্রেসক্লাব কক্সবাজারের সকল সদস্যদের অংশগ্রহনে আনন্দ ভ্রমনে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল সকালের নাস্তা,টুয়াক নীলাদ্রী লেকে ঘুরাঘুরি,খেলাধুলা, কুপন, দুপুরের
খাবার,মতবিনিময় সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রেসক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা স্বারক প্রদান,নৌকা ভ্রমন ও ২০২৩/২৪ সালের কার্যকরি কমিটি ঘোষণাসহ হরেক রকম আয়োজন।
আলোচনা সভা শেষে কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি ও অনলাইন প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ফজলুল কাদের চৌধুরী।
সাবেক কমিটির সভাপতি দৈনিক খোলা কাগজের কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নেজাম উদ্দিনকে সভাপতি,সাংগঠনিক সম্পাদক ও মুক্তিরবানী অনলাইনের প্রধান সম্পাদক আনোয়ার হোসেন সিকদারকে সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির কুতুবদিয়া প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩/২৪ সালের কার্যকরী কমিটির আংশিক ঘোষণা করেন। এবং শীঘ্রই ৩১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি করে অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য নির্দেশনা দেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.