টি২০ খেলতে নেপিয়ারে বাংলাদেশ
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিউজিল্যন্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নেপিয়ারে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এবার তাদের লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানো।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রাখা হয়েছে শুভাগত হোম ও তাইজুল ইসলামেকে।
ওয়ানডে দলের স্কোয়াডে থাকা মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, শুভাশিষ রায় ও তাসকিন আহমেদ রয়েছেন এই স্কোয়াডে। বাদ পড়েছেন তানবির হায়দার ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া ইনজুরির কারণে অনুমিতভাবেই দলে নেই মুশফিকুর রহিম।
উল্লেখ্য, নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলে ৪ জানুয়ারি বাংলাদেশ দল যাবে মাউন্ট মঙ্গানুইয়ে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে সেখানেই।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.