টিকা নিয়েও চট্টগ্রাম সিভিল সার্জন করোনা আক্রান্ত

ডেস্ক নিউজ:
করোনার টিকা নিয়েও চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৯ মার্চ) রাতে সিভয়েসকে এ বিষয় নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়ার কনসালটেন্ট ডা. মো. আব্দুর রব।

তিনি বলেন, ‘সোমবার তিনি করোনার নমুনা দিয়েছিলেন। সন্ধ্যায় সিভিল সার্জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন ।’

যদিও চট্টগ্রামে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরুর সময় গত ৭ ফেব্রুয়ারি সিভিল সার্জন সেখ ফজলে রাব্বিও টিকা নিয়েছিলেন।
-সিভয়েস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.