টানা চতুর্থবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার

ডেস্ক নিউজ:
টানা চতুর্থবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিতে যাচ্ছেন নীতিশ কুমার। রোববার বিহারের রাজধানী পাটনায় নীতীশ কুমারের বাড়িতে এনডিএ বিধায়কদের নিয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে নীতিশ কুমারকে পুনরায় বিহারের মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত হয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভোটে জিতলে জনতা দল-ইউনাইটেডের (জেডি-ইউ) নীতিশ কুমারই যে মুখ্যমন্ত্রী হবেন, এমনটা আগেই জানিয়ে রেখেছিল এনডিএ জোটের প্রধান শরিক ও কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ফের বিহারের রাজ্যভার নীতিশকে দিয়ে সেই প্রতিশ্রুতিই রক্ষা করল দলটি।

বিহারের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে গত বুধবার। ২৪৩ আসনের মধ্যে এনডিএ জোট ১২৫টি আসনে জিতেছে। এর মধ্যে বিজেপি একাই জিতেছে ৭৪টি আসনে। এ ছাড়া নীতিশের দলের ঝুলিতে গেছে ৪৩টি। জোটের দুই শরিক দল জিতেছে দুটি করে আসনে।

আগামীকাল সোমবার হবে শপথগ্রহণ অনুষ্ঠান। টানা চারবার বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার।

এবার বিহারে তিন দফায় নির্বাচন হয়েছে। ফলাফল ঘোষণা করা হয়েছে ১০ নভেম্বর। এনডিএ জোটের ১২৫ আসন ছাড়াও কংগ্রেস ও তাদের শরিক দলগুলো নিয়ে গঠিত জোট মহাগঠবন্ধন পেয়েছে ১১০টি আসন। বিহারের ২৪৩ আসনবিশিষ্ট বিধানসভায় সরকার গঠনে প্রয়োজন কমপক্ষে ১১২ আসন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.