টাইগাররা দ্বীপদেশে
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিজামদের শহর হায়দরাবাদে ভারতের সঙ্গে পাঁচদিন টক্কর দেয়ার স্মৃতি এখনও টাটকা। সেই সবুজ স্মৃতি নিয়ে সোমবার দ্বীপদেশে উড়াল দিলেন টাইগাররা।
দু’দিনের প্রস্তুতি দিয়ে এবার শুরু হবে পূর্ণাঙ্গ সফর। ২ ও ৩ মার্চ মোরাতুয়ায় সেই ম্যাচ। এরপর ৭ মার্চ গলে শুরু হবে প্রথম টেস্ট। ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের শততম টেস্ট। এরপর তিনটি ওয়ানডে ২৫ মার্চ (ডাম্বুলা), ২৮ মার্চ (ডাম্বুলা) এবং ১ এপ্রিল (কলম্বো)। ৪ ও ৬ এপ্রিল কলম্বোর প্রেমাদাসায় দুটি টি ২০ দিয়ে শেষ হবে সফর।
শ্রীলংকার বিপক্ষে এ পর্যন্ত ১৬ টেস্টে বাংলাদেশ জয়শূন্য। সর্বশেষ ২০১৪ সালে রানাতুঙ্গা, জয়সুরিয়ার দেশে টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। সেবারই ওই টেস্টে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। মুশফিক মনে করেন, এবার শ্রীলংকাকে হারানোর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
সফরসূচি:
৭-১১ মার্চ : প্রথম টেস্ট (গল)
১৫-১৯ মার্চ : দ্বিতীয় টেস্ট (কলম্বো)
২৫ মার্চ : প্রথম ওডিআই (ডাম্বুলা)
২৮ মার্চ : দ্বিতীয় ওডিআই (ডাম্বুলা)
১ এপ্রিল : তৃতীয় ওডিআই (কলম্বো)
৪ এপ্রিল : প্রথম টি ২০ (কলম্বো)
৬ এপ্রিল : দ্বিতীয় টি ২০ (কলম্বো)
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.