টমেটো চাষে আগ্রহ হারাচ্ছে চাষীরা

মোজাম্মেল হক,গোয়ালন্দ থেকেঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন চরঞ্চলে টমেটোর বাম্পার ফলন হলেও অতি মাত্র কুয়াশা ও বৃষ্টিতে ফলন নষ্ট হয়ে যায়এবং টমেটো ক্ষেতে পচন দেখা দেয় । তারপরও আবার বাজারে ভাল দাম না পাওয়ায় টমেটো চাষে আগ্রহ হারাচ্ছে চরঞ্চলের টমেটো চাষীরা।
শীতকালীন সবজির মধ্যে জনপ্রিয় সবজির একটি হলো টমেটো আর এই টমেটো চাষে দিনে দিনে আগ্রহ হারাচ্ছে চরাঞ্চলের চাষীরা। টমেটো রান্নার বহুল ব্যবহৃত একটি অতি প্রয়োজনীয় সবজি। টমেটো অনেক রান্নায় ব্যবহারের পাশাপাশি সব রকমের খাবারে সালাত হিসাবেও ব্যবহার হয়। টমেটোর চাটনি খুবি মুখরোচক একটি খাবার। কিন্তু এই টমেটো চাষেই আগ্রহ হারাতে বসেছে চরঞ্চলের কৃষকেরা।

দেবগ্রাম ইউনিয়নের কাউলজানি গ্রামের বর্গা চাষী আলতাব আলী হতাশা হয়ে বলেন, গত বছর পদ্মা নদীতে নিজের বসতভিটাসহ ফসলী জমি নদী ভাঙ্গনের কবলে হারিয়ে গেছে। অন্যের কাছ থেকে ২৬ শতাংশ জমি শনকরালি নিয়ে বসতভিটা গড়ে বসবাস করছি কাউয়াজানি গ্রামে। এ এলাকায় প্রতি বিঘা জমি ২৫ হাজার টাকা দরে মোট ৭৫ হাজার টাকা দিয়ে ৩ বিঘা জমিতে অনেক আশা নিয়ে টমেটো রোপণ করি। এবারের তীব্র শীতে অতিরিক্ত কুয়াশা, অসময়ে অতিবৃষ্টিতে টমেটোতে পঁচন ধরায় খরচের টাকাও উঠাতে পারছি না। এবারের টমেটো চাষে লাভ তো দূরের কথা চাষ করতে যে টাকা খরচ করেছি তা উঠানো কষ্টকর। তিনি আরো বলেন, প্রতি বিঘা জমিতে টমেটো চাষ করতে বীজ,সার,শ্রমিকের মজুরি দিয়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় হয়। প্রতি বিঘা জমিতে ২০০ মন টমেটো হওয়ার কথা থাকলেও অতিবৃষ্টি,কুয়াশার কারণে বিঘা প্রতি টমেটো ধরেছে ১০০ মনের মতো। মন প্রতি টমেটোর দাম ১ হাজার থেকে ১২ শত টাকা বিক্রির কথা থাকলেও এখন দাম যাচ্ছে মাত্র ৪৫০ টাকা হতে ৫০০ টাকা মন। সামনে বছরে আর টমেটো চাষ করবো না।

কাউয়াজানি চরের আরেক চাষী নিজাম শেখ বলেন, এবছর এই এলাকায় ২ বিঘা জমিতে টমেটো চাষ করেছি। দুই বিঘা জমিতে রোপন করতে ৬০ হাজার টাকা ব্যয় করেছি। প্রতি তুলায় ২শত মন করে টমেটো ক্ষেত থেকে ছেড়ার কথা থাকলেও এবার ফলন খুব কম হয়েছে। অতিবৃষ্টি ও ঘন কুয়াশা থাকায় ক্ষেতের ৩ ভাগের ২ ভাগ টমেটোতে পঁচন ধরেছে। এবার আর লাভের মুখ দেখা সম্ভব নয়। কি ভাবে কিস্তির টাকা পরিশোধ করবো বলতে পারছি না।

গোয়ালন্দ উপজেলা কৃষি আফিসার মো. রোকনুজ্জামান বলেন, এ বছরে এই উপজেলায় চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২ শত ৯৮ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। তার ৯৯ পারসেন্ট জমিতে হাইবিড্র নামক টমেটো চাষ হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.