ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ কতৃক জেলা জামায়াতের আমিরসহ আটক ৪
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে ঝিনাইদহের গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলা জামায়াতের আমির আবুল কাশেম (৫৮), সদর উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান (৫২), জামায়াত কর্মী আক্তারুজ্জামান (৫০) ও জামায়াত কর্মী আশরাফুল হক (৪২)।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি দাউদ হোসেন সাংবাদিকদের জানান, নাশকতার উদ্দেশ্যে জামায়াতকর্মীরা ওই এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় রাস্তার পাশ থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.