ঝিনাইদহে সড়কে গাছ ফেলে দুর্দ্ধর্ষ গণডাকাতি, আহত ২

ঝিনাইদহ সংবাদদাতাঃ

কালীগঞ্জে উপজেলার যশোর-ঝিনাইদহ সড়কের কেয়াবাগান এলাকায় সড়কে গাছ ফেলে গণডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় আহত হন দুই শ্রমিক। আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের খলিল হোসেনের ছেলে আতিয়ার ও একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে ফারুক হোসেন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা ৮-৯টি ট্রাক ও নসিমনে ডাকাতি করে। আহত আতিয়ার রহমান জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে একটি নসিমনযোগে তারা দশজন যশোর সেনানিবাস এলাকায় থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে যশোর-ঝিনাইদহ সড়কের কেয়াবাগান মাঠের মধ্যে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে। এ সময় ডাকাতরা তাদের কুপিয়ে আহত করে। তিনি আরো জানান, ডাকাতরা ওই স্থানে ৮-৯টি ট্রাকে ডাকাতি করে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। তিনি আরো জানান, ডাকাতের হামলায় দুইজন আহত হয়েছেন।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.