ঝিনাইদহে সুবর্ণ জয়ন্তী উদযাপন হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে
ঝিনাইদহ প্রতিনিধিঃ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ঝিনাইদহে “জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভুমিকা ও আমাদের প্রত্যাশা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। একই সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর মোঃ আব্দুল আজিজ, ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী, ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ মোজাফফর হোসেন পলাশ। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার প্রদান করেন জেলা শিক্ষা অফিসার মোঃ মোকছেদুল ইসলাম। অনুষ্ঠান শেষে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ভ্রাম্যমান বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রদর্শন করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.