ঝিনাইদহে শৈলকুপায় কিন্ডার গার্টেন ও প্রি ক্যাডেট স্কুলের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় কিন্ডার গার্টেন ও প্রি- ক্যাডেট স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০১৬ সম্পন্ন হয়েছে। শৈলকুপা সিটি ডিগ্রী কলেজ কেন্দ্রে শুক্রবার থেকে শুরু হওয়া দুইদিনব্যাপী এই বৃত্তি পরীক্ষা শনিবার সম্পন্ন হয়।

 

অংশগ্রহনকারী ১৪ টি কিন্ডার গার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪৬৫ জন। এর মধ্যে প্রথম শ্রেনীতে ১৪৫, দ্বিতীয় শ্রেনীতে ১০৭, তৃতীয় শ্রেনীতে ৯৫, চতুর্থ শ্রেনীতে ৬৫ ও পঞ্চম শ্রেনীতে ৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

 

পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন আমিরুল ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন রবিউল ইসলাম। সার্বিক তত্বাবধায়নে ছিলেন শৈলকুপা কিন্ডার গার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.