ঝিনাইদহে শিক্ষা মেলার উদ্বোধনে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
“শিক্ষার আলো জ¦ালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিন ব্যাপী শিক্ষা মেলা ও উপকরণ প্রদর্শনী।ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার দুপুরে শহরের আরাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
সেসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, পিটিআই সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম, আরাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিনসহ অন্যান্যোরা। মেলায় ৬ টি উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা সহায়ক উপরকরণ নিয়ে প্রর্দশনীতে অংশ নেয়।রোববার এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের সাথে পরিচয় করিয়ে দেওয়া ও উৎসাহ বৃদ্ধির জন্য এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.