ঝিনাইদহে যশোর অঞ্চলের মতবিনিময় সভায় কৃষি স¤প্রসারণ অধিদপ্তর

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের এক মতবিনিময় সভা ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ মঞ্জুরুল হান্নান।

 

যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডিদাস কুন্ডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস, ঝিনাইদহ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মো: আকরামূল হক, নড়াইলের উপ-পরিচালক আমিনুল ইসলাম, মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের ডিপিডি রুহুল কবীর, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মোহাম্মদ মনিরুজ্জামানসহ খুলনা বিভাগের ১০ জেলার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোনা করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.