ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবী সাগর দাসের জরিমানা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহ শহরের ষাটবাড়ীয়া এলাকায় সাগর দাস (৩৮) নামের এক মাদক সেবীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ই ফেব্রæয়ারী বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ রায় প্রদাণ করেন। সাগর দাস ঝিনাইদহ শহরের ষাটবাড়ীয়া এলাকার রবিদাসের ছেলে।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের ষাটবাড়ীয়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক সেবন করছে।

 

এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে সাগর দাসকে মাদক সেবক করা অবস্থান আটক করে। পরে আদালত বসিয়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হক উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.