ঝিনাইদহে ভোরের কাগজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভোরের কাগজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ সেলিম, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জোয়ার্দ্দার, মাহমুদ হাসান টিপু, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান মিলনসহ অন্যান্যোরা। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.