ঝিনাইদহে বিজয় মেলায় জেলা বাউল সমিতির অর্ধশতাধিক শিল্পীদের বাউল গানে মন মাতিয়ে গেলেন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্তরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলায় বাউল গান গেয়ে মাতিয়ে গেলেন জেলা বাউল সমিতির নিয়মিত শিল্পীরা। জেলা বাউল সমিতির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশার নির্দেশনায় ও পরিচালনায় শনিবার সন্ধ্যারাত হতে মধ্যেরাত পর্যন্ত অর্ধশতাধিক শিল্পীরা হাজারো দর্শকের মন মাতিয়ে মানুষের মনের খোরাক মিটালেন। জেলা বাউল সমিতির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা জানান, সমিতির শিল্পীদের নিজের লেখা গান, দেশবরণ্য শিল্পী লালন শাহ, পাগলা খানাই, শাহ আব্দুল করিম, বিজয় সরকার, আকুল দাস শিল্পীদের গান সহ ভাটীআলী, মরশিদী, ভাওইয়া, গান গায় খুলনা বেতারের নিয়মিত শিল্পী শরিফুল বয়াতী, জামিরুল বয়াতী, গাজী বাউল, মিস লিটন, মতলেব ফকির, বিমল দাস, মিনারা পারভীন নিনি, নাসিমা পারভীন, শাহ আলম, বিপুল, কুদ্দুস বয়াতী, সহ অর্ধশতাধিক শিল্পীরা হাজারো দর্শকের মন মাতিয়ে মানুষের মনের খোরাক মিটালেন।

 

সাংস্কৃতিক অনুষ্টানের আগে বিজয় মেলায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি। জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.